স্টাফ রিপোর্টার: নোয়াখালীর সদর উপজেলার বিনোদপুরে গতকাল সোমবার ভোররাতে ডাকাত সন্দেহে তিন ব্যক্তিকে গণপিটুনি দিয়েছেন এলাকাবাসী। এতে দুজন নিহত ও অপরজন আহত হয়েছে। সুধারাম থানার এসআই নাজিমুদ্দিন জানিয়েছেন, নিহত দুজনের নাম-পরিচয় প্রাথমিকভাবে জানা যায়নি। তবে আহত ব্যক্তির পরিচয় জানা গেছে। তাঁর নাম সোহেল। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানিয়েছে, বিনোদপুরে জালাল মিয়ার গোডাউনের পাশে রাত সাড়ে তিনটার দিকে ওই তিন ব্যক্তি ঘোরাফেরা করছিলেন। এতে স্থানীয় লোকজনের সন্দেহ হয়। চ্যালেঞ্জ করলে সন্দেহভাজন তিন ব্যক্তি দৌড় দেয়। ধাওয়া করে ওই তিনজনকে ধরে গণপিটুনি দেয় জনতা। এতে ঘটনাস্থলে দুজন নিহত হয়। সোহেল নামের অপরজন গুরুতর আহত হন।