স্টাফ রিপোর্টার: ঈশ্বরদীতে একটি বিদেশি রিভলবার ও সাত রাউন্ড গুলিসহ আরেফিন খান (৩৩) ও মিঠু রহমান মুন্সি (৩২) নামে দু অস্ত্রব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। গতকাল সোমবার সকালে ঈশ্বরদীর ফতেমোহাম্মদপুর বেনারসি পল্লীর পাশ থেকে তাদের আটক করা হয়। আটক আরেফিন খান লালপুর থানার শিবপুর খানপাড়া গ্রামের মৃত আব্দুল মান্নান খানের ছেলে ও মিঠু রহমান কুষ্টিয়া জেলার মীরপুর থানার নওদা গোপালপুর তালবাড়িয়া গ্রামের নুরুল ইসলাম মুন্সির ছেলে। ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিমান কুমার দাশ জানান, বেনারসি পল্লী এলাকায় অস্ত্র বেচাকেনা হচ্ছে গোপন সূত্রে এমন খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালিয়ে তাদের হাতেনাতে আটক করে।