স্টাফ রিপোর্টার: আগামী তিন বছরের মধ্যে বাংলাদেশকে উচ্চ-মধ্যম আয়ের দেশে পরিণত করার আশাবাদ ব্যক্ত করেছেন প্রধামন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ কখনো নিম্নতে থাকবে না, অবশ্যই উচ্চতে উঠবে। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দরে উন্নীতকরণ কার্যক্রমের উদ্বোধন করতে গিয়ে এ আশাবাদ ব্যক্ত করেন তিনি। ২০২১ সালের আগেই বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হবে বলে আশাপ্রকাশ প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, আমরা যখনই কোনো কাজ করতে যাই, তখনই অনেক ঝামেলা পোয়াতে হয়। আমাদের এত ঘনবসতিপূর্ণ সব এলাকা যে, যারা ক্ষতিগ্রস্ত হয় তাদের পুনর্বাসন করতে হয়। আমরা সবসময় পুনর্বাসনের কাজটি সঠিকভাবে করি। এখানেও করা হবে। বাংলাদেশ একটা স্বাধীন সার্বভৌম দেশ। এই স্বাধীন সার্বভৌম দেশ হিসেবেই আমাদের দেশকে উন্নত করতে হবে। এজন্য যে যেখানে আছেন, যার যার কর্মস্থলে আন্তরিকতার সঙ্গে কাজ করবেন এই কারণে যে, ইতোমধ্যে বাংলাদেশকে নিম্ন-মধ্যম আয়ের দেশ বলা হয়েছে।