নবাগত জেলা প্রশাসক বেগম সায়মা ইউনুসকে আলমডাঙ্গা উপজেলা পরিষদের পক্ষ থেকে সংবর্ধনা জ্ঞাপন

আলমডাঙ্গা ব্যুরো: চুয়াডাঙ্গার নবাগত জেলা প্রশাসক বেগম সায়মা ইউনুসকে আলমডাঙ্গায় আগমন উপলক্ষে উপজেলা পরিষদের পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয়েছে। উপজেলা চেয়ারম্যান হেলাল উদ্দীনের সভাপতিত্বে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত ওই সংবর্ধনানুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংবর্ধিত জেলা প্রশাসক। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক আনজুমান আরা, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আবু সাঈদ, আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার আহমেদ কামরুল হাসান।

আলমডাঙ্গা উপজেলা সমাজসেবা অফিসার আবু তালেবের উপস্থাপনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী খালেদুর রহমান অরুণ, মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসিফুজ্জামান, উপজেলা কৃষি অফিসার একেএম হাসিবুল ইসলাম, উপজেলা ইউপি চেয়ারম্যান সমিতির সভাপতি সানোয়ার হোসেন লাড্ডু, সম্পাদক বিশিষ্ট শিক্ষানুরাগী নূরুল ইসলাম, বেলগাছি ইউপি চেয়ারম্যান আমিরুল ইসলাম মন্টু, ইউপি চেয়ারম্যান হাজি মাও. আব্দুল কাদের, ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম রোকন, ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমান, ইউপি চেয়ারম্যান ইউসুফ আলী, আব্দুস সালাম, রেজাউর রহমান, প্রাণিসম্পদ কর্মকর্তা শামীমুজ্জামান, উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জিয়াউর রহমান, উপজেলা শিক্ষা কর্মকর্তা আবু হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মিজানুর রহমান প্রমুখ।

এ সময় সংবর্ধিত প্রধান অতিথি জেলা প্রশাসক বলেন, যাবতীয় উন্নয়নমূলক কাজে তিনি জনপ্রতিনিধিসহ সকলের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। তিনি বলেন, যেকোনো প্রয়োজনে, ভালো কাজের জন্য তার সহযোগিতা প্রয়োজন হলে তিনি তা অবশ্যই করবেন। তিনি সকলকে সাথে নিয়েই জেলার উন্নয়নে ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

Leave a comment