স্টাফ রিপোর্টার: শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, একাদশে ভর্তি নিয়ে যা ঘটেছে তা সবাই দেখেছে তবে আমি বলতে চাই, কোনো শিক্ষার্থীই ভর্তির বাইরে থাকবে না। সবার সমস্যার সমাধান করা হবে। গতকাল বুধবার দুপুরে পাঠ্যপুস্তক ভবনে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে নতুন বইয়ের উদ্বোধন শেষে একাদশে ভর্তির জটিলতা প্রসঙ্গে সাংবাদিকদের তিনি এ কথা জানান। শিক্ষামন্ত্রী বলেন, আগামী বছর থেকে ছিটমহলের শিক্ষার্থীর মাঝে বই বিতরণ করা হবে। সেই সাথে ছিটমহলগুলোতে স্কুল খোলার বিষয়ে সরকার উদ্যোগ নেবে। অনুষ্ঠানে বাংলা সাহিত্য পাঠ, বাংলা সহপাঠ-এ দুটি বইয়ের পরিমার্জিত সংস্করণ এবং ইংলিশ ফর টুডের নতুন সংস্করণ উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী। উল্লেখ্য, একাদশ শ্রেণিতে প্রথম পর্যায়ে ভর্তির দ্বিতীয় দিনে চরম ভোগান্তি পোয়াতে হয় শিক্ষার্থীদের। ভর্তি জটিলতায় ১ জুলাই গতকাল বুধবার অনেক কলেজেই ক্লাস শুরু করা সম্ভব হয়নি। তাছাড়া বুধবার ব্যাংক বন্ধ থাকায় কলেজে গিয়ে ভর্তি হতে না পেরে ফিরে এসেছে অনেক শিক্ষার্থী।
কোনো শিক্ষার্থী ভর্তির বাইরে থাকবে না : শিক্ষামন্ত্রী
