পুলিশের কাছ থেকে এক প্রতিবন্ধী শিশু নিরাপদ হেফাজতে

ঝিনাইদহ প্রতিনিধি: ছোট্টো একটি শিশু। বয়স অনুমান ৮ বছর। সে বাকপ্রতিবন্ধী। কোথায় তার বাড়ি, কি তার পরিচয়, কে তার বাবা-মা কিছুই বলতে পারে না সে। গতকাল বুধবার দুপুর অনুমান ১২টার দিকে ঝিনাইদহের চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড এলাকার বাসিন্দা খাদেমুল ইসলাম নামের একজন পথচারী শিশুটিকে রাস্তায় পেয়ে ঝিনাইদহ সদর থানায় পৌছে দেন। ঝিনাইদহ সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার গোপিনাথ কাঞ্জিলাল শিশুটিকে জিম্মায় নেবার জন্যে মানবাধিকার কর্মী আমিনুর রহমান টুকুর নিকট সংবাদ দেন। সংবাদ পেয়ে তিনি ও তার সংস্থার কর্মীগণ সদর থানায় গিয়ে শিশুটিকে অফিসার ইনচার্জ বিপ্লব কুমার নাথের নিকট থেকে গ্রহণ করেন। শিশুটিকে নিরাপদ হেফাজতে রাখার জন্যে বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার ঝিনাইদহ শাখা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নিয়েছে।

Leave a comment