ঝিনাইদহে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে চানাচুর ও গিরিস ফ্যাক্টারিতে জরিমানা

 

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ শহরের পবহাটি এলাকায় অভিযান চালিয়ে চানাচুর ও গিরিস তৈরির ফ্যাক্টারিতে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার সকালে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজাবে রহমত এ অভিযান চালান। ভ্রাম্যমাণ আদালত শহরের পবহাটি এলাকার তৃপ্তি চানাচুর ও ইমপ্রেস কেমিক্যাল নামক একটি গিরিস ফ্যাক্টারিতে অভিযান চালান।এ সময় অনিয়ম পাওয়ায় দুটি ফ্যাক্টারিতে ১১ হাজার টাকা জরিমানা করা হয়।

Leave a comment