আলমডাঙ্গা উপজেলা ভূমি অফিস অটোমেশন সিস্টেম’র শুভ উদ্বোধন করলেন জেলা প্রশাসক বেগম সায়মা ইউনুস

আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা উপজেলা ভূমি অফিস অটোমেশন সিস্টেম’র শুভ উদ্বোধন করা হয়েছে। গতকাল সকাল সাড়ে ১০টার দিকে জেলা প্রশাসক বেগম সায়মা ইউনুস আনুষ্ঠানিকভাবে এ অটোমেশন সিস্টেম উদ্বোধন করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক আনজুমান আরা ও অতিরিক্ত জেলা প্রশাসক আবু সাঈদ।

উদ্বোধনানুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসিফুজ্জামান অটোমেশন সিস্টেম’র সুবিধা ও বৈশিষ্ট বর্ননা করেন। অনলাইনে আবেদন, আবেদন নিষ্পত্তির প্রতিটি ধাপ এসএমএস’র মাধ্যমে আবেদককে জানিয়ে দেয়া, সহজে, নির্ভুলভাবে ও স্বল্প সময়ে নামজারি, খাসজমি ব্যবস্থাপনা, রেজিস্ট্রার ব্যবস্থাপনা, মামলা ব্যবস্থাপনা, এসএমএস’র মাধ্যমে গুরুত্বপূর্ণ বার্তা পৌঁছে দেয়া, বন্ধের দিনেও কাজ করা ইত্যাদি।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা ভূমি অফিসের নাজির সোহেল রানা, সার্ভেয়ার শহিদুল ইসলাম, ভিপি সহকারী ঈশা খাঁ, প্রধান সহকারী আসমান আলী, অটোমেশন সিস্টেম সফটওয়ার নির্মাতা প্রতিষ্ঠানের নির্বাহী প্রধান আব্দুল্লাহ আল মুরাদ। এছাড়াও উপজেলার বিভিন্ন ভূমি অফিসের তহশিলদার উপস্থিত ছিলেন।

Leave a comment