স্টাফ রিপোর্টার: বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) চুয়াডাঙ্গা জেলা শাখার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। গতকাল মঙ্গলবার চুয়াডাঙ্গা সদর হাসাপাতালের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন সিভিল সার্জন আজিজুল ইসলাম। বিএমএ’র সভাপতি ডা. মার্টিন হীরক চৌধুরী, সাধারণ সম্পাদক ডা. পরিতোষ কুমার ঘোষসহ সদর হাসপাতালের মেডিকেল অফিসারগণ ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীগণ।
চুয়াডাঙ্গা জেলা অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির উদ্যোগে গতকাল মঙ্গলবার সমিতির কার্যালয়ে ১২ জন দুস্থ সদস্যের মাঝে ইফতার সামগ্রি বিতরণ করা হয়। এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলা হয়েছে, ইফতার সামগ্রি বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি আব্দুর রহমান। উপস্থিত ছিলেন হাফিজুর রহমান, আহ্বায়ক রেজউল হক প্রমুখ। উপস্থাপন করেন আব্দুল মান্নান।
দামুড়হুদা প্রতিনিধি জানিয়েছেন, দামুড়হুদায় আহলে হাদিস আন্দোলনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে জয়রামপুর ডাক্তারপাড়াস্থ দারুস সুন্নাহ জামে মসজিদে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি মো. সাইদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন আহলে হাদিস আন্দোলনের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল অধ্যাপক মাওলানা নুরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন আহলে হাদিস যুব সংঘের কেন্দ্রীয় সভাপতি মাও. আব্দুর রশিদ আকতার। উপস্থিত ছিলেন হাফেজ মাওলানা কামরুজ্জামান, মো. আবুল কালামসহ আহলে হাদিস আন্দোলনের জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ। দোয়া মাহফিলে উপস্থিত মুসল্লিদের প্রতি জীবনের সর্বক্ষেত্রে কোরআন ও সহীহ হাদিসের অনুসরণের মাধ্যমে জামায়াতবদ্ধ জীবনযাপনের ওপর গুরুত্বারোপ করেন প্রধান অতিথি। অনুষ্ঠানটি পরিচালনা করেন আহলে হাদিস আন্দোলনের চুয়াডাঙ্গা জেলা শাখার সহসভাপতি রোকনুদ্দীন।
মেহেরপুর অফিস জানিয়েছে: মেহেরপুর জেলা জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের উদ্যোগে গতকাল মঙ্গলবার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের কনফারেন্সরুমে অনুষ্ঠিত ইফতার ও দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন অতিরিক্ত পুলিশ সুপার আহমার-উজ্জামান, মেহেরপুর বিদ্যুৎ বিভাগের আবাসিক প্রকৌশলী শহিদুল ইসলাম, জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের উপসহকারি প্রকৌশলী জাহাঙ্গীর আলম প্রমুখ। ইফতার মাহফিলে স্থানীয় ঠিকাদারসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ সেখানে উপস্থিত ছিলেন। মেহেরপুর জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের নির্বাহী প্রকৌশলী বশির আহম্মেদ আগত অতিথিদের স্বাগত জানান।