ডিঙ্গেদহ প্রতিনিধি/স্টাফ রিপোর্টার: বাংলাদেশ আওয়ামী লীগ চুয়াডাঙ্গা সদর থানা শাখার সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন ঠাণ্ডুর দাফন কাজ সম্পন্ন করা হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় শ্রীকোল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে নামাজে জানাজা শেষে দাফন কাজ সম্পন্ন করা হয়।
চুয়াডাঙ্গা সদর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দেলোয়র হোসেন ঠাণ্ডুর অকাল মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা সোলায়ামান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি। শোক বার্তায় তিনি বলেছেরন, মরহুম দেলোয়ার হোসেন ঠাণ্ডু ছিলেন জাতির পিতা বঙ্গবন্ধুর একজন নিবেদিত প্রাণ, আদর্শের সৈনিক। দীর্ঘ রাজনৈতিক জীবনে তার ত্যাগ অনিস্বীকার্য। তার অকাল মৃত্যুতে চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগ হারালো একজন বলিষ্ঠ নেতৃত্বকে। এই মুহূর্তে তার শূন্যতা পূরণ হবার নয়।
শোকসন্তুপ্ত পরিবারের প্রতি গভীর সহানুভূতি প্রকাশ করে হুইপ সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামানায় সকলকে দোয়া করার আহ্বান জানিয়েছেন। জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান স্বাক্ষরিত শোকবার্তায় এ তথ্য জানানো হয়েছে।
জানা গেছে, চুয়াডাঙ্গা জেলা সদরের শ্রীকোল গ্রামের মৃত ইবারত মণ্ডলের ছেলে দেলোয়ার হোসেন ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। দীর্ঘদিন ধরে তিনি ক্যান্সারে ভুগছিলেন। গতপরশু সোমবার রাত ১০টা ৩৫ মিনিটের দিকে তিনি তার নিজ বাড়িতে ইন্তেকাল করেন। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় শ্রীকোল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নামাজে জানাজার আয়োজন করা হয়। এ সময় মরহুমের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা পৌর মেয়র আওয়ামী লীগ নেতা রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, চুয়াডাঙ্গা জেলা পরিষদ প্রশাসক মাহাফুজুর রহমান মঞ্জু, সদর উপজেলা চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস, সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি আ. মান্নান নান্নু, জীবননগর উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোশারফ হোসেন, জেলা কৃষক লীগের সভাপতি আজিজুল হক, শঙ্করচন্দ্র ইউপি চেয়ারম্যান ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ. রহমান, সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ. রাজ্জাক। জানাজায় আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি আজাদুল ইসলাম আজাদ, সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান, যুগ্ম সম্পাদক মোশারফ হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আজিজুল হক হযরত, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু সুফিয়ান বিল্লালসহ আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও এলাকার মুসল্লিগণ। জানাজা শেষে গ্রাম্য কবরস্থানে দাফন কাজ সম্পন্ন করা হয়। শেষে নেতৃবৃন্দ মরহুমের পরিবারের সাথে দেখা করে সমবেদনা জানান।