দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদায় ব্যাগভর্তি টাকা পাওয়া গেছে। ওই টাকার বস্তা বর্তমানে নিরাপদ হেফাজতে রাখা হয়েছে। টাকার কোনো মালিক পাওয়া যায়নি। এ সংক্রান্ত থানায় কেউ কোনো জিডিও করেনি।
জানা গেছে, দামুড়হুদা সদর ইউনিয়নের বদনপুর গ্রামের নূহুর ছেলে করিমনচালক খোকন (৩৫) গতকাল সকালে ভাড়া মারতে চুয়াডাঙ্গা যায়। চুয়াডাঙ্গা থেকে ফেরার সময় সকাল ১০টার দিকে উপজেলার ফকিরপাড়া মোড় থেকে ৩ জনযাত্রী করিমনে ওঠে এবং দামুড়হুদা বাসস্ট্যান্ডে নেমে পড়ে। এর পরপরই করিমনচালক খোকন দামুড়হুদা উপজেলা পরিষদের গেটের সামনে পৌছে এবং বদনপুরপুর গ্রামের ৪ জন স্কুলছাত্রীকে (দামুড়হুদা পাইলট গার্লস স্কুলের ছাত্রী) নিয়ে বদনপুরের উদ্দেশে রওনা হয়। পথিমধ্যে বদনপুর ঈদগার নিকট পৌছুলে ওই করিমনে থাকা স্কুলছাত্রীরা টাকার ব্যাগ দেখে করিমন চালককে জানায়। এ সময় চতুর করিমনচালক খোকন টাকার মালিক দামুড়হুদায় আছে আমি দিয়ে আসি এই বলে ওই স্কুলছাত্রীদের করিমন থেকে নামিয়ে দিয়ে সটকে পড়ে। ছাত্রীরা নিজনিজ বাড়িতে গিয়ে বিষয়টি তাদের অভিভাবকদের জানায় এবং বিষয়টি এলাকায় জানাজনি হয়ে পড়ে। দুপুরে ওই ব্যাগে কতো টাকা ছিলো এবং ওই টাকা খোকন কি করলো এ নিয়ে এলাকাবাসীর মধ্যে কৌতুহল সৃষ্টি হয়। এ বিষয়ে করিমনচালক খোকন বলেন, ওই ব্যাগে কতো টাকা আছে তা আমি জানি না। তবে আমার বড়ভাই লাভলুর কাছে আছে। থানায় জমা দেননি কেন? এ প্রশ্নের জবাব মেলেনি। পরে গ্রামবাসীর চাপে রাত ৯টার দিকে ওই টাকার ব্যাগ গ্রামের সাবেক ইউপি সদস্য শফিউল আলম সন্টুর কাছে নিয়ে জমা দেয় খোকন ও তার বড় ভাই লাভলু। এ বিষয়ে সাবেক ইউপি সদস্য শফিউল আলম সন্টু জানান, টাকার ব্যাগ বর্তমানে আমার কাছে জমা আছে। টাকার প্রকৃত মালিককে ০১৭২২-৩৯৮১৮৬ এই নম্বরে যোগাযোগ করার জন্য বলেন। এদিকে ওই ব্যাগে কতো টাকা ছিলো তা নিয়ে এলাকাবাসী রয়েছে ধন্ধে। টাকার প্রকৃত মালিক আসার পরই ওই ব্যাগে কতো টাকা ছিলো জানা যাবে বলেও মন্তব্য করেন এলাকাবাসী।