দামুড়হুদায় বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক অনুষ্ঠিত

 

দামুড়হুদা প্রতিনিধি: সীমান্তে নারী ও শিশু পাচাররোধসহ মাদক ও চোরাচালান প্রতিরোধে দামুড়হুদায় বিজিবি-বিএসএফ’র মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে চুয়াডাঙ্গা-৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের মদনা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার ৮৩/৪ নং মেন পিলারের নিকট বিজিবি-বিএসএফ বিওপির কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। পতাকা বৈঠকে বিজিবির পক্ষে মদনা বিওপির কমান্ডার নায়েব সুবেদার মাবুদ হোসেন এবং বিএসএফ’র পক্ষে ১৭৩ বিএসএফ ব্যাটালিয়নের বিষ্ণুপুর ক্যাম্প কমান্ডার এসআই কুরবান আলী নেতৃত্ব দেন।

Leave a comment