আলমডাঙ্গার বেলগাছিতে রাস্তা কেটে ক্ষেতে পানি নেয়াকে কেন্দ্র করে সংঘর্ষ

আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গার বেলগাছি গ্রামে রাস্তা কেটে ক্ষেতে পানি নেয়াকে কেন্দ্র করে সংঘর্ষের সৃষ্টি হয়েছে। একপক্ষের আহত ইউনুসকে হারদী স্বাস্থ্যকমপ্লেক্সে ও অন্যপক্ষের কালামকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, বেলগাছি গ্রামের মৃত গবরধনের ছেলে ইউনুস আলী। তিনি বাড়ির পাশে কলা বাগান করেছেন। ওই কলাক্ষেতে গতকাল তিনি পানি দিচ্ছিলেন। সে সময় একই গ্রামের মৃত সাহেব আলীর ছেলে আবুল কালাম তার সাথে ঝগড়ার এক পর্যায়ে সংঘর্ষে লিপ্ত হয়। সংবাদ পেয়ে ঘটনাস্থলে যান আলমডাঙ্গা থানার এসআই টিপু সুলতান। তিনি জানান, ইউনুস আলী সরকারি রাস্তার পাশ কেটে ড্রেন নির্মাণ করেছেন। এ ব্যাপারে বেশ কয়েক দিন যাবত পার্শ্ববর্তী বাসিন্দাদের সাথে তার মনোমালিন্য চলছিলো। কয়েকদিন আগে ইউনুস আলী বাড়ির পাশের মরিয়ম খাতুন নামের এক বিধবা মহিলাকে অপদস্থ করেছে। তাছাড়া কালামও বিভিন্ন মামলার আসামি। গতকাল দুপুরে রাস্তা কেটে প্রস্তুতকৃত ড্রেন মাটি দিয়ে ভরাটের দাবি তুলে ইউনুস আলীর সাথে ঝগড়া বাধায় কালাম। তাদের ঝগড়ার এক পর্যায়ে দুজন মারামারিতে জড়িয়ে পড়ে।

ইউনুস আলীপক্ষ অভিযোগ তুলে বলেছে, পূর্বশত্রুতায় ইউনুস আলীকে বেদম পিটিয়েছে আবুল কালাম। এ সময় ইউনুস আলীর মাথা কেটে রক্তাক্ত জখম হয়। অন্যদিকে কালামপক্ষ অভিযোগ করেছে, তার চোখ, হাত-পাসহ সারা শরীরে জখম হয়েছে ইউনুস ও তার স্ত্রীর আক্রমণে। অভিযুক্ত কালাম বলেছে, তিনি ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক। তার নিকট অনেকে অভিযোগ করলে তিনি গিয়ে ভালোভাবে ইউনুস আলীকে বলতে গিয়েছেন সমস্যাটি। কিন্তু ইউনুস আলী ক্ষিপ্ত হয়ে ওঠে।

Leave a comment