মাথাভাঙ্গা মনিটর: দু কোরিয়ার বিরোধপূর্ণ জলসীমায় উত্তর কোরিয়ার একটি যুদ্ধজাহাজকে ধাওয়া করেছে দক্ষিণ কোরিয়ার একটি যুদ্ধজাহাজ। এ সময় দক্ষিণ কোরিয়ার যুদ্ধজাহাজ থেকে গোলা ছোঁড়া হয়। দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে মঙ্গলবার এ ঘটনা ঘটার পর দু দেশের সমুদ্র সীমায় তীব্র উত্তেজনা বিরাজ করছে। মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেন, দক্ষিণ কোরিয়ার সীমান্তে ঢুকে পড়ার পর সতর্ক করার জন্য গোলা ছোঁড়া হয়।