ইবি প্রতিনিধি: কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে ২০১৫-১৬ অর্থবছরের জন্য ৬৫ কোটি ২০ লাখ টাকার বাজেট অনুমোদন দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে ৮৬ কোটি ৩৭ লাখ টাকার বাজেট চাহিদার পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ৬৫ কোটি ২০ লাখ টাকার বাজেট অনুমোদন করেন। ফলে এ বছরের বাজেট ঘাটতি হবে ২১ কোটি ১৭ লাখ টাকা। গতকাল মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে অর্থ ও হিসাব বিভাগের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবদুল হাকিম সরকারের নিকট এ বাজেট হস্তান্তর করা হয়।
বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাব বিভাগ সূত্রে জানা গেছে, ইসলামী বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ২০১৫-১৬ অর্থবছরে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে ৮৬ কোটি ৩৭ লাখ টাকার বাজেট চাহিদা দেয়া হয়। ওই চাহিদার পরিপ্রেক্ষিতে মঞ্জুরি কমিশন ৬৫ কোটি ২০ লাখ টাকা বাজেট অনুমোদন দেয়। বাজেটে ৭ কোটি ৫০ লাখ টাকা বিশ্ববিদ্যালয়ের নিজস্ব আয় ধরা হয়েছে। সে হিসেবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের মূল বরাদ্দ দেয় ৫৭ কোটি ৭০ লাখ টাকা। বাজেটে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বেতন ও ভাতাদি খাতে ৪৭ কোটি ৮০ লাখ টাকা (মূল বাজেটের ৭৩ ভাগ), পেনশন খাতে ১ কোটি টাকা, সরবরাহ ও সেবা (সাধারণ আনুষাঙ্গিক) খাতে ৯ কোটি ২০ লাখ টাকা, সরবরাহ ও সেবা (শিক্ষা আনুষাঙ্গিক) খাতে ৬ কোটি টাকা, মেরামত, সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ খাতে ৭০ লাখ টাকা, সম্পদ সংগ্রহ/ক্রয় খাতে ৫০ লাখ টাকা বরাদ্দ দিয়েছে। এছাড়া প্রদত্ত বাজেটের বাইরে গবেষণা খাতে আলাদাভাবে ৭ লাখ টাকা বরাদ্দ দেয়া হবে বলে জানা গেছে।
বাজেট হস্তান্তর অনুষ্ঠানে উপউপাচার্য অধ্যাপক ড. মো. শাহিনুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আফজাল হোসেন, অর্থ ও হিসাব বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক আকামদ্দীন বিশ্বাস, উপপরিচালক মো. ছিদ্দিক উল্লা প্রমুখ উপস্থিত ছিলেন।
বাজেট সংক্রান্ত বিষয়ে বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাব দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মো. আকামুদ্দিন বিশ্বাস বলেন, গত বছরই প্রায় ৬ কোটি টাকার বাজেট ঘাটতি রয়েছে, এছাড়াও বিশ্ববিদ্যালয়ে ক্রমপুঞ্জিভূতভাবে ৪৯ কোটি টাকারও বেশি বাজেট ঘটতি রয়েছে। তা সত্ত্বেও বিশ্ববিদ্যালয়ের জন্য যে বাজেট বরাদ্দ দেয়া হয়েছে তা চাহিদার তুলনায় অপ্রতুল। বিশ্ববিদ্যালয়ের কার্যক্রমগুলো সুষ্ঠুভাবে পরিচালনার জন্য চাহিদা অনুযায়ী বাজেট বরাদ্দ প্রয়োজন।