আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গার মোচাইনগরের আশাদুল অপহরণ মামলায় পুলিশ পার্শ্ববর্তী গাংনী উপজেলার রায়পুর বাথানপাড়ার মিলন আলীকে (৩০) গ্রেফতার করেছে। মিলন আন্তঃজেলা মোটরসাইকেল ছিনতাইকারী সিন্ডিকেটের সদস্য বলে পুলিশ দাবি করেছে।
জানা গেছে, গাংনী উপজেলার রায়পুর ইউনিয়নের মৃত আব্দুর রশিদ দুলুর ছেলে মিলন আলীকে (৩০) গতকাল সোমবার দুপুরে হাটবোয়ালিয়া ফাঁড়ি পুলিশের আইসি এসআই মোফাজ্জেল হোসেন হাটবোয়ালিয়া থেকে আটক করেন। সে আলমডাঙ্গা মোচাইনগরের মৃত দাউদ আলী মণ্ডলের ছেলে আশাদুল অপহরণ মামলার আসামি। গত ১৭ মার্চ রাতে রিজু চেয়ারম্যানের বাড়িতে অনুষ্ঠিত মিটিঙে উপস্থিত হওয়ার জন্য দু সন্তানের জনক আশাদুলকে বাড়ি থেকে ডেকে নিয়ে যাওয়া হয়। পরে আর আশাদুল বাড়ি ফিরে যায়নি। অদ্যবধি তার কোনো সন্ধানও মেলেনি। এ ঘটনায় আশাদুলের মা মর্জিনা খাতুন বাদী হয়ে আলমডাঙ্গা থানায় মামলা করেন। পুলিশ সে মামলায় মিলনকে গ্রেফতার করেছে।
এছাড়াও গ্রেফতারকৃত মিলন আন্তঃজেলা মোটরসাইকেল ছিনতাইকারী সিন্ডিকেটের সদস্য বলে পুলিশ দাবি করেছে। মোটরসাইকেল ছিনতাইকারী সিন্ডিকেট সম্পর্কে সে ইতোমধ্যেই পুলিশকে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে বলে জানা গেছে। এলাকাসূত্রে জানা যায়, মিলনের বিরুদ্ধে গাংনীর ষোলটাকা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মৃত সাবদাল হোসেন কালুর ছেলে মনির মোটরসাইকেল ছিনিয়ে নেয়ার অভিযোগ মানুষের মুখে মুখে। অনেকেই ধৃত মিলন সম্পর্কে মন্তব্য করতে গিয়ে বলেছেন মানিক-মিলন জোড় এলাকার ত্রাস। গতকাল এ সংবাদ লেখা পর্যন্ত তাকে জিজ্ঞাসাবাদ চলছিলো। আজ সংশ্লিষ্ট মামলায় তাকে আদালতে সোপর্দ করা হতে পারে।