চুয়াডাঙ্গা জেলার বিভিন্ন স্থানে ইফতার মাহফিল অনুষ্ঠিত

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা ও মেহেরপুরে বিভিন্ন প্রতিষ্ঠান, সংগঠন ও ব্যক্তি উদ্যোগে ইফতার মাহফিলের আয়োজন করা হয় গতকাল সোমবার। চুয়াডাঙ্গা জেলা পরিবেশক সমিতির ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন। মেহেরপুরের বারাদী ও দর্শনায় ব্র্যাকের উদ্যোগে গতকাল ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

                চুয়াডাঙ্গা জেলা পরিবেশক সমিতির উদ্যোগে গতকাল সোমবার দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ দোকান মালিক সমিতি চুয়াডাঙ্গা জেলা শাখা সভাপতি হাজি মো. আশাদুল হোসেন জোয়ার্দ্দার লেমন, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. আব্দুল ওহাব মল্লিক, সাধারণ সম্পাদক অ্যাড. হেদায়েত হোসেন আসলাম। এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলা হয়েছে, সমিতির কার্যকরী পরিষদ ও সাধারণ সদস্যদের উপস্থিতিতে অনুষ্ঠিত ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি তহিবুর রহমান জোয়ার্দ্দার বাবু। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মো. রোকন উদ্দীন মিলু, শামিম, টুটুল প্রমুখ। উপস্থাপনায় ছিলেন সমিতির সাধারণ সম্পাদক হাজি মো. ছালাউদ্দীন চান্নু।

অপরদিকে গতকাল নোভা ডায়াগনস্টিক সেন্টারে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এ আয়োজনে চিকিৎসক ও সাংবাদিকদের অনেকেই অংশ নেন।

এদিকে জামায়াতে ইসলামী এক প্রেসবিজ্ঞপ্তিতে জানিয়েছে, গতকাল সোমবার বিকেলে নাটুদাহ ইউনিয়নের কুনিয়া গ্রামের মসজিদে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমির দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান মাওলানা মো. আজিজুর রহমান। প্রধান আলোচক ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি মো. রুহুল আমিন। উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা আমির নায়েব আলী, নাটুদাহ ইউনিয়ন সভাপতি শামসুজ্জুহা, রফিকুল ইসলাম, আনছার আলী, বনী ইয়ামীন, হাবিবুর রহমান প্রমুখ।

বারাদী প্রতিনিধি জানিয়েছেন, গতকাল সোমবার ব্র্যাক বারাদী শাখার উদ্যোগে এক ইফতারপার্টির আয়োজন করা হয়। প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা আঞ্চলিক ব্যবস্থাপক অরুপ সাহা। আরো উপস্থিত ছিলেন ব্র্যাক বারাদী শাখার ব্যবস্থাপক রাশেদুন নবী, বারাদী ক্যাম্প ইনচার্জ এসআই টিএম মুনজুর আলম, উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডা. আহসানুর রহমান।

দর্শনা অফিস জানিয়েছে, গতকাল সোমবার ব্র্যাকের দর্শনা শাখা কার্যালয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ অনুষ্ঠানে দর্শনা মডার্ন ক্লিনিকের পরিচালক ডা. তারিকুল আলমসহ এলাকার সুধী ব্যক্তিগণ এবং ব্র্যাকের স্টাফরা উপস্থিত ছিলেন।

Leave a comment