মেহেরপুরে জুয়ো খেলায় ৪ জুয়াড়ির জরিমানা

 

মেহেরপুর অফিস: মেহেরপুরে জুয়ো খেলার অপরাধে ৪ জুয়াড়িকে জরিমানা অনাদায়ে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। তারা হলো- মেহেরপুর সদর উপজেলার শোলমারী গ্রামের মৃত বাদলের ছেলে ফটিক, একই গ্রামের মৃত পঁচা শেখের ছেলে আব্দুল খালেক (৩২) ও কফিল উদ্দিনের ছেলে মোয়াজ্জেম (৫০) এবং তেরোঘরিয়া গ্রামের আবুল হোসেনের ছেলে নজরুল (৩৫)। গতকাল সোমবার দুপুর ২টার দিকে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহীনুজ্জামান ওই আদেশ দেন। এর আগে এদিন সকাল সাড়ে ১০টায় জুয়ো খেলার অপরাধে মেহেরপুর সদর থানার এএসআই বাবলু সঙ্গীয় ফোর্স নিয়ে শোলমারী গ্রামের বাজার থেকে তাদের আটক করে থানায় নেয়। পরে তাদেরকে ভ্রাম্যমাণ আদালতের সামনে হাজির করা হয়। জরিমানা দিয়ে শেষে জুয়াড়িরা বাড়ি ফিরে যায়।

Leave a comment