স্টাফ রিপোর্টার: খুলনার কয়রায় জামায়াতে ইসলামীর মহিলা শাখার ২৪ নেতাকর্মীকে পুলিশ আটক করেছে। পুলিশের দাবি, গোপন বৈঠকের সময় তাদের আটক করা হয়। এ সময় তিনটি বোমা ও বোমা তৈরির সরঞ্জামও উদ্ধার করেছে তারা। গোপন বৈঠক বা বোমা উদ্ধারের কথা মিথ্যা বলে দাবি করে জামায়াতের পক্ষ থেকে বলা হয়েছে, ইফতার মাহফিল থেকে আটক করা হয়েছে ওই নারীদের। কয়রা উপজেলার গেবরা গ্রামের স্থানীয় জামায়াত নেতা আবদুল হাইয়ের বাড়ি থেকে গতকাল রোববার দুপুরে ওই ২৪ নারীকে আটক করা হয়।
কয়রা থানার ওসি হরেন্দ্রনাথ সরকার জানান, গোপন সূত্রে পুলিশ জানতে পারে, নাশকতার উদ্দেশে জামায়াতের দেড় শতাধিক নারী নেতাকর্মী ওই বাড়িতে বৈঠক করছেন। এ খবরের ভিত্তিতে বাড়িটি ঘেরাও করে ২৮ নারীকে আটক করা হয়। বাকিরা পালিয়ে যান। আটক নারীদের মধ্যে চারজনের বয়স কম হওয়ায় পরে ছেড়ে দেয়া হয়।
খুলনা জেলা পুলিশের গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা রোকনুজ্জামান গতকাল বিকেলে দাবি করেন, বোমা বানানোর প্রশিক্ষণ নেয়ার সময় কয়রা থানা-পুলিশ ওই নেতাকর্মীদের আটক করে। ঘটনাস্থল থেকে তিনটি বোমা ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। আটক ব্যক্তিরা সবাই স্থানীয় মহিলা জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
খুলনা দক্ষিণ জেলা জামায়াতের আমির কয়রা উপজেলা চেয়ারম্যান আ ফ ম তমিজউদ্দিন বলেন, ঐতিহ্য অনুযায়ী ওই বাড়িটিতে একটি ইফতার মাহফিল আয়োজন করা হয়েছিলো। কোনো গোপন বৈঠক ছিলো না। অংশগ্রহণকারীদের সামনে ইফতারের প্যাকেটও ছিলো। সেখান থেকেই বা কেন তাদের আটক করা হলো বুঝতে পারছি না।