খাগড়াছড়িতে ইউপিডিএফ সদস্য খুন

 

স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ি জেলার রামগড় উপজেলায় দুর্বৃত্তরা ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) এক সদস্যকে গুলি চালিয়ে হত্যা করেছে। রবিবার সকালের উপজেলার পশুরাম ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রঞ্জন চাকমা ওরফে বিশ্বাস মেম্বার (৫০) লক্ষ্মীছড়ি উপজেলার হাজাছড়া গ্রামের নামিয়া চাকমার ছেলে। খাগড়াছড়ি ইউপিডিএফ প্রেস সেকশনের প্রধান নিরন চাকমার দাবি, রঞ্জন ইউপিডিএফের সক্রিয় কর্মী। এ হত্যাকাণ্ডের জন্য সন্তু লারমা নেতৃত্বাধীন জনসংহতি সমিতিকে দায়ী। তবে জনসংহতি সমিতির সহ-তথ্য প্রচার সম্পাদক সজীব চাকমা এ ঘটনার সঙ্গে তার দলের কোনো সম্পৃক্ততা নেই বলে দাবি করেছেন।

Leave a comment