মাথাভাঙ্গা মনটির: ফের ভূমিকম্পে কেঁপে উঠলো অসম। গতকাল রোববার সকাল ৬টা ৩৫ মিনিটে এ কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে এর তীব্রতা ছিলো ৫ দশমিক ৬। এ দিন কম্পনের উত্সস্থল ছিলো কোকরাঝাড়ে ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে। তবে কম্পনের স্থায়িত্ব কম ছিলো। অসমের গুয়াহাটি ও কোকরাঝাড় ছাড়াও এই কম্পন অনুভূত হয়েছে নেপাল, ভূটান ও বাংলাদেশেও। এ রাজ্যের কোলকাতাসহ উত্তরবঙ্গেও কম্পন অনুভূত হয়েছে বলে জানিয়েছে মৌসম ভবন। গত ২৫ এপ্রিল নেপালে ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠেছিলো অসম ও পশ্চিমবঙ্গসহ গোটা পূর্ব ও উত্তর ভারত। মৃত্যু হয়েছিলো কয়েক হাজার মানুষের। এ রাজ্যে শিলিগুড়ি, দার্জিলিং এবং জলপাইগুড়িতেও ক্ষয়ক্ষতি ও প্রাণহানি ঘটে। এদিকে কয়েকদিনের টানা বৃষ্টির পর ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে রোববার সকালে ভূমিকম্প অনুভূত হয়েছে। সকাল ৭টা ৫ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়। তবে এতে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।