কুয়েতের শিয়া মসজিদে হামলাকারী সৌদি নাগরিক

 

মাথাভাঙ্গা মনটির: কুয়েতের শিয়া মসজিদে আত্মঘাতী বোমা হামলাকারী সৌদি আরবের নাগরিক। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে সরকারি বার্তা সংস্থা জানায়, হামলাকারীকে চিহ্নিত করা হয়েছে। তার নাম ফাহাদ সুলায়মান আব্দুল মোহসিন আল কাবা। গতকাল রোববার মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, হামলার দিন সকালে সে কুয়েত বিমানবন্দর দিয়ে দেশটিতে প্রবেশ করে। তবে এর চেয়ে বেশি কিছু আর জানানো হয়নি। উল্লেখ্য, কুয়েতের আল ইমাম আল সাদিক মসজিদে চালানো আত্মঘাতী হামলায় ২৬ জন নিহত ও ২২৭ জন আহত হয়েছে। জঙ্গি গ্রুপ আইএস হামলার দায়িত্ব স্বীকার করেছে।