টিপ্পনী

খবর:(নেশার টাকা না পেয়ে স্ত্রীর গলায় ব্লেডের পোঁচ)
নেশাখোরের জাত থাকে না
আর থাকে না মান,
কিসের বাড়ি কিসের জমি
বউ বিবি সন্তান।

সমাজ তাকে ঘেন্না করে
সবাই ফ্যালে থুক,
ওরা নাকি আস্ত নাদান
নাদান ও উজবুক।

এই বেটাদের গোড়ায় গলদ
বউকে করে হত্যা,
ওদের কাছে কেউ পাবে না
কোথাও নিরাপত্তা।

-আহাদ আলী মোল্লা

Leave a comment