মেহেরপুর বারাদী ইউনিয়ন যুবলীগের সভাপতি ছোট খোকনের ইন্তেকাল : আজ দাফন

মেহেরপুর অফিস: মেহেরপুর সদর উপজেলার পিরোজপুরের বারাদী ইউনিয়ন যুবলীগের সভাপতি খন্দকার ইসমতুল্লাহ খোকন ইন্তেকাল করেছেন (ইন্না……রাজেউন)। গতকাল শুক্রবার বিকেল ৫টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৪০ বছর। তার মৃত্যুতে মেহেরপুর জেলা যুবলীগ শোক প্রকাশ করেছে।
জানা যায়, মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর ইউনিয়নের দরবেশপুর গ্রামের খন্দকার কলিমুদ্দিন শাহ’র ছেলে খন্দকার ইসমতুল্লাহ খোকন বারাদী ইউনিয়ন (সাংগঠনিক) যুবলীগের সভাপতি। তিনি গত বুধবার সকালে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন। দ্রুত তাকে মেহেরপুর জেনারেল হাসপাতালে নেয়া হয়। তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। চিকিৎসাধীন অবস্থায় গতকাল শুক্রবার বিকেলে তিনি রাজশাহীতে মারা যান। খন্দকার ইসমতুল্লাহ খোকন ছিলেন এক পুত্র ও এক কন্যাসন্তানের জনক।
গতরাতে তার লাশ দরবেশপুর গ্রামের নিজ বাড়িতে পৌঁছায়। আজ শনিবার বেলা ১১টায় নামাজে জানাজা শেষে গ্রাম্য কবরস্থানে তার লাশ দাফন করা হবে। তার দাফন অনুষ্ঠানে জেলা যুবলীগের নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। এদিকে তার মৃত্যুতে জেলা যুবলীগের সভাপতি সাজ্জাদুল আনাম ও সাধারণ সম্পাদক সাজ্জাদুল আলম সাজ্জাদসহ জেলা যুবলীগের নেতৃবৃন্দ শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন। এদিকে চুয়াডাঙ্গা যুবলীগ নেতা আলমডাঙ্গার চিৎলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জিল্লুর রহমান এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারর প্রতি সমবেদনা জানিয়েছেন।

Leave a comment