দামুড়হুদা প্রতিনিধিঃ দামুড়হুদায় সড়ক দুর্ঘটনায় মহিবুল (২৪) নামের এক কলেজছাত্র নিহত হয়েছে। গতকাল রোববার বেলা সাড়ে ১২টার দিকে দামুড়হুদা-জীবননগর সড়কের জয়রামপুর কাঁঠালতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। সে উপজেলার কালিয়াবকরি গ্রামের ফজলুর রহমানের ছেলে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ আহসান হাবীব (পিপিএম) জানান, নিহত কলেজছাত্র মহিবুল বেলা সাড়ে ১২টার দিকে মোটরসাইকেলযোগে দর্শনা থেকে বাড়ি ফেরার পথে উপজেলার জয়রামপুর কাঁঠালতলা নামকস্থানে পৌঁছুলে বিপরীতমুখি সিএনজির ধাক্কায় ঘটনাস্থলেই নিহত হয়। নিহত মহিবুলের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালমর্গে পাঠানো হয়েছে। মহিবুল আলমডাঙ্গা হারদী এসএম জোহা কৃষি কলেজের ছাত্র বলে জানা গেছে। চুয়াডাঙ্গা জেলার অতিরিক্ত পুলিশ সুপার এসপি সালেহ উদ্দিন ও দামুড়হুদা মডের থানার ওসি আহসান হাবীব ঘটনাস্থল পরিদর্শন করেছেন।