তিউনিসিয়ায় হোটেলে হামলায় নিহত ২৭

মাথাভাঙ্গা মনিটর: তিউনিসিয়ার উপকূলীয় এলাকা সোসার সমুদ্র তীরবর্তী হোটেলে বন্দুকধারীদের হামলায় কমপক্ষে ২৭ জন নিহত হয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র এ কথা জানিয়েছেন। গতকাল শুক্রবারের ওই হামলায় নিহতদের মধ্যে বিদেশি পর্যটকেরাও রয়েছেন। হামলায় আরও ছয়জন আহত হয়েছে। ইম্পেরিয়াল মারহাবা হোটেলের আশপাশ নিরাপত্তা রক্ষীরা এখনো ঘিরে রেখেছে। কালাশনিকভ রাইফেলসহ এক বন্দুকধারীর লাশ ঘটনাস্থলে পড়ে রয়েছে। নিরাপত্তারক্ষীদের সাথে গুলি বিনিময়কালে ওই বন্দুকধারী নিহত হয়। নিহতদের মধ্যে একজন নিরাপত্তারক্ষীও রয়েছেন বলে প্রাথমিকভাবে জানানো হয়েছে। উত্তর আফ্রিকার এ দেশটিতে এ বছরের মধ্যে এটি দ্বিতীয় বড় ধরনের হামলা। ঘটনাস্থলে উপস্থিত থাকা এক হোটেলের কর্মচারী বলেন, এক হামলাকারী কালাশনিকভ রাইফেল নিয়ে হোটেলের সমুদ্র সৈকতে পর্যটক ও তিউনিসিয়ার নাগরিকদের ওপর গুলি চালায়। শুধু একজন হামলাকারী। লোকটি বয়সে তরুণ। তার পরনে পর্যটকদের মতো পোশাক ছিলো। তিউনিসিয়া আরব বিশ্বের অন্যতম ধর্মনিরপেক্ষ দেশ। ভূমধ্যসাগরের তীরবর্তী ওই রিসোর্ট ও নাইটক্লাবটি ইউরোপের পর্যটকের কাছে জনপ্রিয় ছিলো।

Leave a comment