বগুড়া জিলা স্কুলের ৪ ছাত্রসহ ৫ জন গ্রেফতার

 

স্টাফ রিপোর্টার: বিদ্যালয়ের মূল্যবান সামগ্রী চুরির অভিযোগে বগুড়া জিলা স্কুলের ৪ ছাত্রসহ ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের হেফাজত থেকে শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন সময়ে চুরি হওয়া ৫ লক্ষাধিক টাকা মূল্যের মালামাল উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলো- শহরের মালতিনগরের সহিদুজ্জামানের ছেলে হোসাইন আহম্মেদ সেফিন, ফুলতলা এলাকার হুমায়ুন কবীর খানের ছেলে রেজওয়ান খান, শাহ মো. লিয়াকত আলীর ছেলে শাহ মো. ফাইম, জলেশ্বরীতলার আব্দুল হান্নানের ছেলে সেরাজুল মনির রুপক। এরা সবাই বগুড়া জিলা স্কুলের দশম শ্রেণির ছাত্র। অপর একজন রাফিউর রহমান রাফি (১৭) শাজাহানুর উপজেলার পারতেখুর গ্রামের সাজ্জাদুর হোসেন সাজুর ছেলে। সে আদমদীঘি উপজেলায় একটি স্কুলের ছাত্র।

Leave a comment