স্টাফ রিপোর্টার: গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় তরুণদের অংশগ্রহণ বৃদ্ধিতে ‘স্বচ্ছতা, জবাবদিহিতা, অংশগ্রহণ ও নাগরিকত্ব’ বিষয়ক প্রশিক্ষণ গতকাল বৃহস্পতিবার চুয়াডাঙ্গা ওয়েভ প্রশিক্ষণ কেন্দ্রে শেষ হয়েছে। ওয়েভ ফাউন্ডেশনের আয়োজনে ও ব্রিটিশ কাউন্সিলের সহযোগিতায় চার দিনব্যাপি এ প্রশিক্ষণ কোর্সে দর্শনা পৌর অঞ্চলের প্রডিজি পরিবারভুক্ত ৩৬ জন তরুণ-তরুণী অংশগ্রহণ করে। এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলা হয়েছে, প্রশিক্ষণে নাগরিক অধিকার, দায়িত্ব কর্তব্য, শাসন ও সুশাসন, স্থানীয় পর্যায়ে সুশাসন চর্চার পক্ষ, স্থানীয় সরকার, পৌরসভার জনঅংশগ্রহণের ক্ষেত্র, স্থায়ী কমিটি, উন্মুক্ত বাজেট, সামাজিক নিরাপত্তা বেষ্টনী, সিটিজেনস চার্টার, তথ্য অধিকার আইন, সামাজিক উদ্যোগ সম্পর্কে ধারণা দেয়া হয়। প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে দায়িত্বপালন করেন প্রডিজি প্রকল্প মাঠ সমন্বয়কারী মাহাবুবুর রহমান মুকুল, প্রোগ্রাম অফিসার সাজ্জাদ হোসেন, আব্দুল আলিম সজল ও ফরহাদ হোসেন।