দামুড়হুদায় ৩১টি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই

 

দামুড়হুদা অফিস: চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার ১১৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৩১টি বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদ দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে। প্রধান শিক্ষকের পদ শূন্য হওয়ায় নুয়ে পড়েছে শিক্ষা ব্যবস্থা। এসব বিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম চলছে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে।

অভিভাবক ও বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্যরা জানান, প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকের অভাবে বিদ্যালয়গুলোতে লেখাপাড়া ব্যাহত হচ্ছে। দামুড়হুদা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নুরজাহান বেগম জানান, বাঘাডাঙ্গা, মজলিশপুর, চাকুলিয়া, ফুলবাড়ী, হাতিভাঙ্গা, পিরপুরকুল্লা, দলিয়ারপুর, হেমায়েতপুর, মুন্সিপুর, বুইচিতলা, সদাবরি, ছুটিপুর, নাটুদা, রঘুনাথপুর, ছাতিয়ানতলা, বয়রা, চারুলিয়া ও সদ্য সরকারি হওয়া রেজিস্ট্রার বিদ্যালয়ের মধ্যে বোয়ালমারী, পোতারপাড়া, কুড়ুলগাছি মাঠপাড়াসহ ৩১টি বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই।

Leave a comment