মাথাভাঙ্গা মনিটর: দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়ায় ২২ তলা বিশিষ্ট একটি পুরনো ভবন ধসে পড়েছে। এ ঘটনায় অবশ্য বড় ধরনের কোনো প্রাণহানির খবর নিশ্চিত হওয়া যায়নি। তবে কর্তৃপক্ষ দাবি করেছে, এখন পর্যন্ত ৮ জন নিখোঁজ রয়েছেন। সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর মেডেলিনের একটি ভবনে ফাটল দেখা দেয়ায় আগে থেকেই নোটিশের মাধ্যমে বাসিন্দাদের সরিয়ে নেওয়ায় বড় ধরনের প্রাণহানির ঘটনা এড়ানো গেছে। শহরের ভারপ্রাপ্ত মেয়র ক্লাইদিয়া প্যাট্রিসিয়া জানিয়েছেন, শনিবার রাতে ধসে পড়ে ভবনটি। এর আগে শুক্রবার রাতেই নোটিশের মাধ্যমে ভবনে বসবাসরত ২৪টি পরিবারের সদস্যকে সরিয়ে নেয় কর্তৃপক্ষ। জানা গেছে, ধসের সময় জরুরি কাজে থাকা নির্মাণ শ্রমিকরাই এ ঘটনায় নিখোঁজ রয়েছেন।