উরুগুয়েকে হারিয়ে সেমিতে চিলি

মাথাভাঙ্গা মনিটর: স্বপ্ন পূরণের পথে আরেক ধাপ এগুলো চিলি। কোপা আমেরিকার বর্তমান চ্যাম্পিয়ন উরুগুয়েকে একমাত্র গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে স্বাগতিকরা। বাংলাদেশ সময় গতকাল বৃহস্পতিবার ভোরে প্রথম কোয়ার্টার-ফাইনালের ৮১তম মিনিটে গোল করেন চিলির মাউরিসিও ইসলা। ১৬ গজ দূর থেকে দারুণ শটে গোলরক্ষককে পরাস্ত করেন ইউভেন্তুসের এ ডিফেন্ডার।

এ গোলের আগে দু হলুদকার্ড দেখে বহিষ্কৃত হন উরুগুয়ের তারকা ফরোয়ার্ড এদিনসন কাভানি। আর ম্যাচের শেষ দিকে হোর্সে ফুসিলে দ্বিতীয়বার হলুদকার্ড দেখলে নয় জনের দলে পরিণত হয় টুনামেন্টের সবচেয়ে সফল দলটি। টুর্নামেন্টের ৯৯ বছরের ইতিহাসে এখনও শিরোপা জিততে পারেনি চিলি। বলিভিয়া ও পেরুর মধ্যে কোয়ার্টার-ফাইনালের বিজয়ী দলের সাথে ফাইনালে ওঠার লড়াইয়ে নামবে তারা।

Leave a comment