খবর:(গাংনীতে আদমব্যবসায়ীর প্রতারণায় কয়েকটি পরিবার অসহায়)
আদম বাবু আদম পাচার করেন
নওলা মাগুর মাংস পোলাও খান
নগদ নগদ টাকায় তবিল ভরেন
মাঝে মাঝে দেশ-বিদেশে যান।
পরের ধনে পোদ্দারি তার হয়
ভাবের সাথে শহর বাজার চলেন
তেলেসমাতি খাপছাড়া নয়-ছয়
তিনি নাকি হক কথা খুব বলেন।
বুক ফুলিয়ে সকাল-বিকেল হাঁটেন
উনি হলেন ধোয়া শাখের করাত
আসতে-যেতে বেজায় কাটা কাটেন
ওনার সে কী বাগদারি এক বরাত!
-আহাদ আলী মোল্লা