মেহেরপুরে ওয়াচ কমিটির পক্ষে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সমস্যা তুলে ধরে দাবিনামা পেশ

 

আমঝুপি প্রতিনিধি: মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ও আমদহ ইউনিয়নের বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সমস্যা সমাধানের দাবি জানিয়ে গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে আমঝুপি ও আমদহ কমিউনিটি এডুকেশন ওয়াচ কমিটির পক্ষে জেলা ও উপজেলা পর্যায়ে দাবিনামা পেশ করা হয়। মেহেরপুর সদর উপজেলা ভাইস চেয়ারম্যান রোমানা আহম্মেদের বরাবর দাবিনামা পেশ করেন আমঝুপি কমিউনিটি এডুকেশন কমিটির সভাপতি অধ্যাপক সাইদুর রহমান। উপস্থিত ছিলেন ওয়াচ সদস্য আব্দুল হান্নান, আব্দুর রকিব, আব্দুর রহিম, হাফিজুর রহমান, মকলেছুর রহমান ও রুহুল আমিন।