স্টাফ রিপোর্টার: রাজশাহী নগরীর বিনোদপুর বাজারের পাশে মির্জাপুর এলাকায় একটি বাড়িতে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত নকল গ্লুকোজ ডি তৈরির কারাখানার সন্ধান পেয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে ওই কারাখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল গ্লুকোজ ডি, ম্যাঙ্গো অরোভিট, ম্যাঙ্গো লজেন্স উদ্ধার করেছে। এ সময় মেসার্স মেঘনা ফুড প্রডাক্টের কারখানা মালিক আবু জাহেরকে আটক করে দু বছরের সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। সেই সাথে আরো দু লাখ টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের কারাদাণ্ড দেয়া হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আলমগীর কবীর এ রায় দেন।