স্টাফ রিপোর্টার: চট্টগ্রামে সদরঘাট থানা এলাকায় সীমানা প্রাচীর ভেঙে পড়ে দু পথচারীর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে বন্দরনগরীর পশ্চিম মাদারবাড়ির নিরিবিলি হোটেলের গলিতে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- জান্নাতুল ফেরদৌস কুসুম ও সুবীর। কুসুম ওই এলাকার মনিরুল হকের স্ত্রী এবং সুবীর একটি পরিবহন এজেন্সিতে চাকরি করেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দেয়ালের বিপরীতে একটি ইটের স্তূপ রয়েছে। বৃষ্টির কারণে ইট সরে গিয়ে দেয়ালে চাপ সৃষ্টি হওয়ায় সেটি ধসে পড়ে।