বাড়ি ক্রয় দুর্নীতি মামলা : মওদুদের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়ে আদেশ বহাল

 

স্টাফ রিপোর্টার: সরকারি বাড়ি ক্রয় নিয়ে করা দুর্নীতি মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়ে বিশেষ জজ আদালতে আদেশ বহাল রেখেছে হাইকোর্ট। গত ১৪ সেপ্টেম্বর ২০১৫, ঢাকার সিনিয়র স্পেশাল জজ মওদুদ আহমদের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়ে আদেশ দেন। এই অভিযোগ আমলে নেয়া সংক্রান্ত আদেশ বাতিল চেয়ে আবেদন করেন মওদুদ আহমেদ। এই আবেদনের ওপর হাইকোর্ট রুল জারি করে। রুলের শুনানি শেষে তার আবেদন খারিজ করে দেয়। বিচারপতি মইনুল ইমলাম চেধুরী ও বিচারপতি জেবিএম হাসান এ রায় দেন। এর ফলে অভিযোগ আমলে নেয়া সংক্রান্ত আদেশ বহাল থাকল। মওদুদ সাংবাদিকদের বলেন, আমি এ আদেশের বিরুদ্ধে অবশ্যই আপিল করবো। কারণ বিশেষ জজ আদালত মামলার এজহার চার্জশিট পরীক্ষা না করেই অভিযোগ আমলে নিয়েছে। এটি ছিলো নন স্পিকিং অর্ডার।