টিপ্পনী

খবর:(দামুড়হুদায় গাঁজা বিক্রেতার এক বছরের জেল)

ফেন্সি কোকেন হচ্ছে পাচার
মূল্য কোটি টাকা,
রাঘব বোয়াল মাল-পানি দেয়
ব্যবসা করে পাকা।

বর্ডার বাবুর চোখে মেরে
খাবলা খানেক ধুলো,
ও দেশ থেকে বানের মতো
আসে মাদকগুলো।

পার পেয়ে যায় সাহেব মিয়া
গরিবরা খায় ধরা,
গোঁজের গোড়ায় কেউ টেকে না
ধরাটা হয় সরা।

-আহাদ আলী মোল্লা