চুয়াডাঙ্গা সমবায় নিউ মার্কেট ও রেলগেটের অদূরবর্তী অনন্যা ফুডে ভ্রাম্যমাণ আদালত
স্টাফ রিপোর্টার: দোকানে লেখা একদর। পণ্যে লেখা ইচ্ছেমতো মূল্য। এ কারণেই চুয়াডাঙ্গা জেলা শহরের সমবায় নিউ মার্কেটের তিনটি তৈরি পোশাকের দোকানিকে মোট ১২ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়া চুয়াডাঙ্গা শহীদ আবুল কাশেম সড়কের রেলক্রসিং সংলগ্ন অনন্যা ফুড’র প্রস্তুতকৃত খাদ্য সামগ্রীতে বিধি মোতাবেক মেয়াদ, মূল্য, ওজন ও ব্যাচ নম্বর না লেখার দায়ে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
গতকাল সোমবার সকাল ১১টা থেকে বেলা ১টা পর্যন্ত চুয়াডাঙ্গার নির্বাহী ম্যাজিস্ট্রেট তরিকুল ইসলাম ও সোনিয়া হাসান পরিচালিত ভ্রাম্যমাণ আদালত উপরোক্ত অর্থদণ্ডাদেশ দেন। সহযোগিতায় ছিলেন জেলা মার্কেটিং অফিসার আব্দুর রহিম ও চুয়াডাঙ্গা সদর থানার একদল পুলিশ সদস্য। আদালতসূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা সমবায় নিউ মার্কেটের অভিজাত গার্মেন্টসে লেখা আছে একদর। এ দোকানে বিক্রির জন্য তৈরি পোশাক সামগ্রীতে লেখা মূল্যের সাথে ক্রয় মূল্যের মেমোর সাথে বিস্তর ফাঁরাক পাওয়া যায়। একদর লেখা দোকানের বস্ত্রে লেখা মূল্য মনগড়া কেন? প্রশ্নের জবাব দিতে না পারায় দোকানি এমদাদুল হকের ৭ হাজার টাকা জরিমানা করা হয়। একই মার্কেটের হৃদয় গার্মেন্টসেও লেখা একদর। বিক্রয়ের জন্য দোকানে রাখা তৈরি পোশাকে লেখা মূল্যের সাথে ক্রয় মূল্যের অসঙ্গতি পরিলক্ষিত হলে দোকানি আমিনুল ইসলামকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। জান্নাত বস্ত্রালয়েও লেখা একদর। অথচ বিক্রয়ের জন্য রাখা বস্ত্রে লেখা মূল্যের সাথে ক্রয় মূল্যের বিস্তর ফাঁরাক। ফলে দোকানি নরুল আহসানকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। ২০০৯ সালের ভোক্তা অধিকার আইনের ৪৪ ধারায় এদের এ অর্থদণ্ডাদেশ দয়া হয়। এছাড়া একই ভ্রাম্যমাণ আদালত চুয়াডাঙ্গা রেলগেট সংলগ্ন অনন্যা ফুডে অভিযান চালান। অনন্যা ফুডের প্রস্তুতকৃত খাদ্যদ্রব্যের প্যাকেটে বিধি মোতাবেক উৎপাদন তারিখ, মেয়াদ, ব্যাচ নম্বর, মূল্য লেখা লেবেল না লাগানোর কারণে প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক সোনিয়া হাসান। জরিমানার অর্থ ম্যানেজার সাইদুল ইসলাম সাথে সাথে প্রদান করেন। ভোক্তা অধিকার আইনের ৩৭ ধারায় এ জরিমানা করা হয়। জরিমানার টাকা সংশ্লিষ্ট কোষাগারে জমা দেয়া হয়েছে বলে জানা গেছে।