মেহেরপুর শহরে ট্রাকে আগুন!

 

মেহেরপুর অফিস: মেহেরপুর-মহাজনপুর সড়কে মেহেরপুর শহরের সার্কিট হাউস এলাকায় একটি ট্রাকে আগুনের সূত্রপাত ঘটে। খবর পেয়ে দমকলবাহিনী ঘটনাস্থলে পৌঁছার আগেই ট্রাকের ইঞ্জিনসহ কেবিন পুড়ে যায়। গতকাল রোববার রাত সাড়ে ৮টার দিকে ওই ঘটনা ঘটে।

ট্রাকের হেলপার মেহেরপুর শহরের কোর্টপাড়ার রহিম শেখের ছেলে নূরু জানায়, সে ট্রাকে ঘুমিয়ে ছিলো। কখন কীভাবে আগুন ধরে গেছে সে কিছুই বলতে পারছে না। তবে স্থানীয়রা জানায়, ট্রাকের হেলপার ট্রাকে বসে গাঁজা সেবনের সময় অসাবধান বশত গাঁজার আগুনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ট্রাক মালিক মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর ইউনিয়নের কাঁঠালপোতার নাহিদ জানায়, তার অপূরণীয় ক্ষতি হয়েছে। পুলিশ বলেছে, ট্রাক আনলোড শেষে ড্রাইভার বাড়ি যায়। হেলপার কয়েল জ্বালিয়ে গাড়িতে ঘুমিয়ে ছিলো। কয়েলের আগুন থেকে আগুনের ঘটনা ঘটে থাকতে পারে।