শারদীয় দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শনকালে শামসুজ্জামান দুদু

অবাধ গণতন্ত্র চর্চার মাধ্যমে সম্প্রীতির বাংলাদেশ গড়তে চাই

 

চুয়াডাঙ্গা জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সভাপতি সুশীল কুমার ও সাধারণ সম্পাদক স্বাধীন অধিকারীর নেতৃত্বে গতকাল রোববার সন্ধ্যায় শারদীয় দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অন্যতম উপদেষ্টা কৃষকদল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান দুদু। তিনি বেলগাছি পূজামণ্ডপ, বড়বাজার পূজামণ্ডপসহ শহরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন। পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি পূজামণ্ডপ নেতৃবৃন্দের সাথে মতবিনিময় এবং কুশলাদি বিনিময় করেন। এ সময় শামসুজ্জামান দুদু বলেন, বাংলাদেশ একটি ধর্মীয় সম্প্রীতির দেশ। প্রত্যেকের নিজ নিজ ধর্ম শান্তিপূর্ণভাবে পালন করা তার অন্যতম মৌলিক অধিকার। এ মৌলিক অধিকার পালন করার জন্য দরকার অবাধ গণতন্ত্রের চর্চা। সেই লক্ষ্যে ১৮ দলীয় জোট নেত্রী বেগম খালেদা জিয়ার দাবিকৃত নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে এ গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করার জন্য বর্তমান সরকারের প্রতি জোর দাবি জানান।

বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকালে তার সাথে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহসভাপতি এম. জেনারেল ইসলাম, যুগ্মসম্পাদক অ্যাড. ওয়াহেদুজ্জামান বুলা, দপ্তর সম্পাদক অ্যাড. আ.স.ম আব্দুর রউফ, সহদপ্তর সম্পাদক এস কে সাদী, চুয়াডাঙ্গা সদর থানা বিএনপির সভাপতি অ্যাড. শামীম রেজা ডালিম, সাধারণ সম্পাদক আবু জাফর মন্টু, চুয়াডাঙ্গা পৌর বিএনপির সভাপতি শহিদুল ইসলাম রতন, সাধারণ সম্পাদক মজিবুল হক মালিক মজু, জেলা জাসাস সভাপতি শহিদুল হক বিশ্বাস, পৌর বিএনপির যুগ্মসম্পাদক রবিউল ইসলাম লিটন, জেলা যুবদলের সদস্য আশরাফ বিশ্বাস মিল্টু, ইমরুল হাসান জোয়ার্দ্দার মুকুল, মখলেছুজ্জামান মখলেছ, আরিফুজ্জামান পিন্টু, মামুন রেজা সবুজ, জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্মআহ্বায়ক এমএ তালহা, যুগ্মআহ্বায়ক সুজন মালিক, রাজিব খান, মোমিনুর রহমান মোমিন, প্রভাষক আতিয়ার রহমান, ফারুক আহমেদ, মহিদুল ইসলাম, আব্দুস সাত্তার, শাহনেওয়াজ কালু প্রমুখ।