আলমডাঙ্গা ব্যুরো: ৫ম শ্রেণির এক ছাত্রীকে যৌন হয়রানি করার অভিযোগে আলমডাঙ্গা মসজিদপাড়ার ইমরান নামের এক বখাটের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৯ মাসের কারাদণ্ডের আদেশ দেয়া হয়েছে। গতকাল রোববার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার আনজুমান আরা নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে ওই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
জানা গেছে. আলমডাঙ্গা মসজিদপাড়ার আব্দুর রহমানের বখাটে ছেলে আল ইমরান (২০) প্রায় স্কুল পড়ুয়া মেয়েদের উত্যক্ত করতো। গতকাল রোববার সকালে সে কলেজিয়েট স্কুলে ৫ম শ্রেণিতে পড়ুয়া এক ছাত্রীকে একা পেয়ে উত্যক্ত করতে থাকে। একপর্যায়ে মেয়েটিকে তাড়িয়ে ধরতে গেলে মেয়েটি আতঙ্কে দৌঁড়ে পালায়। বিষয়টি বাড়িতে গিয়ে জানালে মেয়েটির আত্মীয়স্বজন কৌশলে ইমরানকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। বিষয়টি জানার পর উপজেলা নির্বাহী অফিসার আনজুমান আরা ঘটনাস্থলে পৌঁছেন।
প্রত্যক্ষদর্শীসহ সকলের নিকট ঘটনা বিস্তারিত জানার পর তিনি ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে ইমরানকে ৯ মাসের কারাদণ্ডের আদেশ দেন। এ সময় উপস্থিত ছিলেন থানা অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম, আলমডাঙ্গা ডিগ্রি কলেজ অধ্যক্ষ নজরুল ইসলাম, সহকারী অধ্যাপক আবু হাসান বাচ্চু, এস আই টিপু সুলতান প্রমুখ।