বেনীপুর মেদিনীপুর ও নতুনপাড়া বিজিবির ভারতীয় মদ উদ্ধার

 

জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলার বেনীপুর, মেদিনীপুর ও নতুনপাড়া ক্যাম্পের বিজিবি সদস্যরা সীমান্তে অভিযান চালিয়ে ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে। পরশু গভীর রাতে ও ভোররাতে এ অভিযান পরিচালনা করা হয়।

চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধিনায়ক লে. কর্নেল এসএম মনিরুজ্জামান এক প্রেসবিজ্ঞপ্তিতে জানিয়েছেন, পরশু রাত আনুমানিক দেড়টার দিকে নতুনপড়া বিওপি কমান্ডার নায়েব সুবেদার শাহ আলম সঙ্গীয় ফোর্স নিয়ে সীমান্তের নতুনপাড়া আমবাগান এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় আমবাগান হতে পরিত্যক্ত অবস্থায় ৪৮ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। অপরদিকে রাত আনুমানিক ২টার দিকে মেদিনীপুর বিওপি কমান্ডার হাবিলদার হামিদুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে দৌলৎগঞ্জ আইসিপিতে অভিযান পরিচালনা করেন। এ সময় পরিত্যক্ত অবস্থায় দৌলৎগঞ্জ আইসিপি রোড এলাকা হতে ২৪ বোতল মদ উদ্ধার করা হয়। এছাড়াও বেনীপুর বিওপির টহল দল কমান্ডার নায়েব সুবেদার মোসলেম উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে নবদূর্গাপুর মাঠে অভিযান পরিচালনা করেন। এ সময় পরিত্যক্ত অবস্থায় ১৬ বোতল মদ উদ্ধার করা হয়।

Leave a comment