মুম্বাইয়ে চোলাই পানে মৃতের সংখ্যা বেড়ে ৭৪

মাথাভাঙ্গা মনিটর: ভারতের মুম্বাইয়ে বিষাক্ত চোলাই মদ পানে মৃতের সংখ্যা বেড়ে ৭৪ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছেন মুম্বাই পুলিশের ডেপুটি কমিশনার ধনঞ্জয় কুলকার্নি। গতকাল শনিবার পুলিশ জানিয়েছে, এখন পর্যন্ত মৃতের সংখ্যা ৭৪ জনে দাঁড়িয়েছে। এছাড়া আরও ২১ জন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এর আগে শুক্রবার পর্যন্ত ৫৩ জন মারা যান। গত বুধবার সকালে প্রথমে একজন চোলাই মদ পানকারী অসুস্থ হয়ে পড়েন। এরপর থেকে আজকে পর্যন্ত হাসপাতালে অসুস্থ হয়ে ভর্তি অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

Leave a comment