এইচএম এরশাদের সাথে মেহেরপুর জেলা জাতীয় পার্টির নেতাদের সাক্ষাৎ

 

মেহেরপুর অফিস: জাতীয় পার্টির চেয়ারম্যান হুসাইন মুহাম্মদ এরশাদের সাথে মেহেরপুর জেলা জাতীয় পার্টির নেতারা সাক্ষাৎ করেছেন। এরশাদের প্রেসিডেন্ট পার্কের বাসায় গিয়ে একান্ত সাক্ষাৎ করেন তারা। এ সময় উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা জাতীয় পার্টির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. মোসলেম আলী ও মুজিবনগর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মো. কামারুল ইসলাম। মুজিবনগর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মো. কামারুল ইসলাম মেহেরপুর জেলা জাতীয় পার্টির বিগত কয়েক বছরের কার্যক্রম তুলে ধরেন। এ সময় এরশাদ মেহেরপুর জেলা জাতীয় পার্টির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. মোসলেম আলীর মাথায় হাত বুলিয়ে দেন এবং জেলা জাতীয় পার্টিকে গতিশীল করতে ও সামনের দিকে এগিয়ে নিতে বলেন।

Leave a comment