প্রথম রোজায় আল-আকসা মসজিদে ইসরাইলি হামলা!

 

মাথাভাঙ্গা মনিটর: রমজানের প্রথম দিনে পবিত্র মসজিদুল আকসায় হামলা চালিয়েছে দখলদার ইহুদিবাদী সন্ত্রাসীরা। ভোর বেলায় ইসরাইলি সেনাদের কড়া প্রহরায় তারা ওই হামলা চালায়। সংবাদ সংস্থা ফিলিস্তিন আল-ইয়াওমের বরাত দিয়ে জানিয়েছে, অবৈধ ইসরাইলি বসতির অভিবাসী এ সন্ত্রাসীরা আল-আকসা মসজিদে ঢুকে এ পবিত্র মসজিদের অবমাননা করেছে। ইহুদিবাদী ইসরাইল প্রায়ই মুসলমানদের প্রথম কিবলা আল-আকসা মসজিদের অবমাননা করছে। ইসরাইল এ মসজিদ ধ্বংসের চেষ্টা করছে এবং এ জন্যই ঐতিহাসিক এ মসজিদের আশপাশে ইহুদিদের উপাসনালয় নির্মাণ ও  নানা  সুড়ঙ্গ খননসহ অবৈধ অনেক পদক্ষেপ নিয়েছে। এ অঞ্চলের ফিলিস্তিনি কর্মকর্তারা আল-আকসা মসজিদ ধ্বংসের ইসরাইলি ষড়যন্ত্রের বিরুদ্ধে মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে আসছেন।

Leave a comment