কুলচারায় বোমা নিক্ষেপ : নীলমণিগঞ্জে হুমকি
স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা পৌর এলাকা কুলচারার একটি বাড়িতে বোমা মেরে আতঙ্ক ছড়িয়েছে চাঁদাবাজচক্র। কয়েকদিন ধরে মোবাইলফোনে চাঁদা দাবির এক পর্যায়ে গত বুধবার রাত আনুমানিক ১০টার দিকে কুলচারার অনীল কুমার কর্মকারের বাড়ির উঠোনে বোমা নিক্ষেপের ঘটনা ঘটে। অপরদিকে একই মোবাইল নম্বর দিয়ে চুয়াডাঙ্গা নীলমণিগঞ্জের শঙ্কর পালের নিকটও মোটা অঙ্কের চাঁদা দাবি করা হয়েছে বলে খবর পাওয়া গেছে।
জানা গেছে, কয়েকদিন ধরে মোবাইলফোনে অজ্ঞাত পরিচয়ের ব্যক্তি নিজেকে চরমপন্থি নেতা তাপস পাল বলে পরিচয় দিয়ে কুলচারার স্বর্গীয় অমূল্য কর্মকারের ছেলে অনীল কুমার কর্মকারের নিকট দু লাখ টাকা চাঁদা দাবি করে। তিন দিনের মধ্যে চাঁদার টাকা না দিলে বোমা মেরে খুন করা হবে বলেও হুমকি দেয়া হয়। চাঁদা দিতে অপারগতা প্রকাশের তিন দিনের মাথায় গত পরশু বাড়ির উঠোনে একটি বোমা নিক্ষেপ করা হয়। বোমাটি বিকট শব্দে বিস্ফোরিত হলে আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে অনীলের পরিবারসহ মহল্লাবাসী। খবর পেয়ে চুয়াডাঙ্গা সদর থানার এসআই মাসনুন আলম সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। বোমার আলামত উদ্ধার করে স্থানীয়দের আশ্বস্ত করে বলেন, বোমাটি তেমন শক্তিশালী নয়। আতঙ্ক ছড়ানোর জন্যই বোমাটি নিক্ষেপ করা হয়ে থাকতে পারে। পুলিশের তরফে চাঁদাবাজ বিরোধী অভিযান জোরদার করার প্রক্রিয়া চলছে।
অপরদিকে চুয়াডাঙ্গা জেলা সদরের মোমিনপুর ইউনিয়নের নীলমণিগঞ্জের বৈদেব পালের ছেলে শঙ্কর পালের নিকট একই পরিচয় দিয়ে একই মোবাইলফোন দিয়ে মোটা অঙ্কের চাঁদা দাবি করা হয়েছে বলে জানা গেছে। তবে ভয়ে শঙ্কর পাল মুখ খুলছেন না।