গাংনী প্রতিনিধি: মেহেরপুর গাংনী উপজেলার রাইপুর গ্রামের বিএনপি নেত্রী ইউপি সদস্য পারভীন খাতুন যোগ দিলেন আওয়ামী লীগে। গতকাল বৃহস্পতিবার সকালে মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের হাতে ফুল দিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে যোগদান করেন। এমপির বাড়িতে প্রাঙ্গণে অনুষ্ঠিত যোগদান সভায় উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শফি কামাল পলাশের সঞ্চালনায় বক্তব্য রাখেন পৌর মেয়র আওয়ামী লীগ নেতা আহম্মেদ আলী। উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম শাহ, উপজেলা আ.লীগের অর্থ বিষয়ক সম্পাদক ষোলটাকা ইউপি চেয়ারম্যান আয়ুব আলী, উপজেলা যুবলীগ সভাপতি মোশারফ হোসেন, জেলা যুবলীগের সহসভাপতি গোলাম সাকলায়েন সেপু, গাংনী উপজেলা পরিষদের সংরক্ষিত আসনের নবনির্বাচিত নারী সদস্য নাজনীন আক্তার চামেলী, বঙ্গবন্ধু স্মৃতি ক্লাবের সভাপতি আশিকুর রহমান আকাশ, সম্পাদক আসাদুজ্জামান মিলন, জেলা ছাত্রলীগের সহসভাপতি সাহিদুজ্জামান শিপু, সাবেক ইউপি সদস্য আব্দুল হান্নান হনা, উপজেলা সৈনিকলীগের সহসভাপতি জিয়াউল হক জিয়াসহ রাইপুর ইউনিয়ন নেতৃবৃন্দ।
বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার আদর্শে অনুপ্রাণিত হয়ে আওয়ামী লীগে যোদান করেছেন বলে প্রতিক্রিয়া ব্যক্ত করেন পারভীন খাতুন। যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় মকবুল হোসেন এমপি বলেন, পারভীনের মতো নারীনেত্রী দলে যোগদানের মধ্যদিয়ে ওই এলাকায় দল আরো শক্তিশালী হবে। স্থানীয় নেতাকর্মীদের সাথে সমন্বয় করে তিনি সরকারের সকল উন্নয়ন কর্মকাণ্ড আরো গতিশীল করতে সক্ষম হবেন। বর্তমান সরকারের ভিশন-মিশন বাস্তবায়নে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
পারভীন আক্তার গাংনী উপজেলার রাইপুর ইউনিয়নের সংরক্ষিত ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের নির্বাতি সদস্য।
দীর্ঘদিন ধরে তিনি বিএনপি সমর্থক হিসেবে দলীয় কাজ করেছেন। সদ্য সমাপ্ত উপজেলা পরিষদের সংরক্ষিত নারী সদস্য পদে ৯ ভোট পান। অপর এক প্রার্থী সমান সংখ্যক ভোট পাওয়ায় সদস্য নির্বাচনে পুনঃভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।