জামজামি প্রতিনিধি: আলমডাঙ্গার বিনোদপুরে মৌচাক ভাঙতে গিয়ে মৌমাছির কামড়ে মধু সংগ্রহকারী ঘোষবিলা গ্রামের যুবক হানেফ আলী আহত হয়েছেন। প্রত্যক্ষদশীরা এ সময় তাকে উদ্ধার করে জামজামি বাজারের একটি ক্লিনিকে এনে ভর্তি করেছে। গতকাল বৃহস্পতিবার বেলা ৯টার দিকে এ ঘটনা ঘটে।
জানা গেছে, আলমডাঙ্গার ঘোষবিলা গ্রামের মৃত মহর আলীর ছেলে মধু সংগ্রহকারী যুবক হানেফ আলী (৪০) প্রতিদিনের মতো গতকাল ভোরে মধু সংগ্রহের উদ্দেশে বের হন। কেউ কেউ তাকে মৌচাকের খোঁজ দিয়ে বলে আলমডাঙ্গা ডাউকির বিনোদপুরের ঈদগা সংলগ্ন বটগাছে বৃহদাকার মৌচাক রয়েছে। ঘটনাস্থলে পৌঁছে তন্ত্রমন্ত্র পড়ে ধোঁয়ার মশাল হাতে মৌচাকের কাছে পৌঁছাতেই আকস্মিক ভড়কে ওঠে। লাফ দিয়ে নিচে পানিতে পড়েও হয়নি শেষ রক্ষা। শ শ মৌমাছি তাকে তেড়ে ধরে হুল ফুটিয়ে করেছে বিষে জর্জরিত।