বাবুলকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ
স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা ছয়ঘরিয়ার সিরাজুল ইসলাম খুন মামলায় গ্রেফতারকৃত বাবুলকে রিমান্ডে নিয়েছে পুলিশ। গতকাল বুধবার থেকে তার জিজ্ঞাসাবাদ শূরু হয়েছে। একই মামলার অপর আসামি একই গ্রামের সাইদুর গত ১০ জুন আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানায়। বিজ্ঞ আদালত জামিন নামঞ্জুর করে তাকে জেলহাজতে প্রেরণের আদেশ দেন। মামলার তদন্তকারী কর্মকর্তা সদর থানার এসআই আব্দুল্লাহ আল মামুন তাকেও রিমান্ডের আবেদন জানিয়েছেন।
চুয়াডাঙ্গা জেলা সদরের ছয়ঘরিয়ার সাবেক মেম্বার স্থানীয় বিএনপি নেতা সিরাজুল ইসলামকে গত ১৮ জানুয়ারি সন্ধ্যায় বড়শলুয়া-ছয়ঘরিয়া সড়কের মোড়ে বোমা মেরে কুপিয়ে খুন করা হয়। মামলাটি বর্তমানে তদন্তাধীন। এ মামলায় গত ৯ জুন আদালতে আত্মসমর্পনের প্রক্রিয়া করে বাবলু। সে একই গ্রামের মৃত মিন্নত আলীর ছেলে। তাকে কোট এলাকা থেকে গ্রেফতার করে সদর থানা পুলিশ। তাকে আদালতে সোপর্দ করে রিমান্ডের আবেদন জানানো হয়। বিজ্ঞ আদালত শুনানি শেষে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। গতকাল তাকে চুয়াডাঙ্গা সদর থানা কাস্টডিতে নেয়া হয়। শুরু হয় জিজ্ঞাসাবাদ। অপরদিকে একই মামলার আসামি একই গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে সাইদুর আদালতে আত্মসর্পণ করে। তাকেও রিমান্ডে নেয়ার আবেদন জানানো হয়েছে বলে জানিয়েছে মামলার তদন্তকারী কর্মকর্তা।