জীবননগর ব্যুরো: জীননগরের উথলী গ্রামের জাহিদুল ইসলামের ছেলে শহিদকে (৩১) পুলিশ গ্রেফতার করেছে। জীবননগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হুমায়ন কবিরের নির্দেশে এএসআই মো. তকিবুর রহমান গতকাল বুধবার ভোরে সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে অভিযান চালিয়ে তাকে তার নিজবাড়ি থেকে গ্রেফতার করেন এবং এ সময় তার সহযোগী আরো ৫ জনকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, জীবননগর উপজেলার উথলী গ্রামের জাহিদুল ইসলামের ছেলে শহিদ ওই এলাকায় একটি সিন্ডিকেট তৈরি করে দীর্ঘদিন ধরে সোনা ও মাদকের ব্যবসা করে আসছিলো। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বুধবার ভোর সাড়ে ৩টার দিকে পুলিশ শহিদের বাড়িতে অভিযান চালায়। এ সময় সিন্ডিকেট হোতা শহিদসহ তার ৫ সহযোগীকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃত অন্যরা হলো- একই গ্রামের মহাসিনের ছেলে জোনাব আলী (৩০), ঝন্টুর ছেলে রাজন হোসেন (২৮), অনীল কর্মকারের ছেলে অমল কুমার (২৫), বেলালের ছেলে শাহিন (২৫) ও আক্তারুজ্জামানের ছেলে মুন্না (১৯)।
নাম প্রকাশে অনিচ্ছুক উথলী গ্রামের এক ব্যক্তি জানান, শহিদ ৬/৭ বছর আগে ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করতো। এরপর সে করিমন চালানো শুরু করে। এ সময় শহিদের সাথে পরিচয় হয় আকন্দবাড়িয়া গ্রামের মাদকব্যবসায়ী আনারুলের। এরপর থেকে শহিদও মাদকব্যবসার সাথে জড়িয়ে পড়ে। শহিদের নামে ১ বিঘা জমি না থকলেও সে সোনা ও মাদকব্যবসা করে অর্থ বনে গেছে। বর্তমানে সে বহু টাকা ব্যয়ে বিশাল একটা অট্টালিকা তৈরি করেছে এবং ওই অট্টালিকায় দুটি এসি (শীতাতপ) লাগিয়েছে। তার নিজের নামে দুটি মোটরসাইকেল ও একটি মিনি ট্রাক রয়েছে বলেও ওই এলাকায় ব্যাপক জনশ্রুতি রয়েছে।
জীবননগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হুমায়ন করি জানান, এর আগে শহিদের ৩ সহযোগী সাড়ে ৩ কেজি সোনার বারসহ ঢাকার ধামরায় পুলিশের হাতে ধরা পড়ে। শহিদের নামে ঢাকার ধামরায় থানায় একটি সোনা পাচারের মামলা, ঢাকার বকশিবাজার থানায় একটি মাদক মামলা, চুয়াডাঙ্গা সদর থানায় একটি মাদক মামলা ও জীবননগর থানায় দুটি মাদক মামলা রয়েছে।